পর্ব সংক্ষেপ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে আন্ডারগ্র্যাড শেষ করে সাফাত ২০১৪ সালে Therap Services এ যোগদান করেন। Therap এ চার বছর থাকার পরে, তিনি এপ্রিল ২০১৮ এ Grab এবং তারপরে জানুয়ারী ২০১৯ এ PayPal এ যোগদান করেন । বর্তমানে তিনি PayPal এর সিঙ্গাপুর অফিসে জাভা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন।
এই এপিসোডে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে সাফাতের যাত্রা, তাঁর বিশ্ববিদ্যালয় জীবন, কম্পিউটার সায়েন্সের ছাত্র হিসাবে তার একাডেমিক ও নন-একাডেমিক আগ্রহ , সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সাফাতের অভিজ্ঞতা ও উপলব্ধির আলকে তিনি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে কোন বিষয় গুলোতে বেশি জোর দিতেন এসব নিয়ে কথা বলেছি । এছাড়া বাড়ি থেকে কাজ, সিঙ্গাপুরের বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই বৈশ্বিক মহামারীকে কিভাবে মোকাবেলা করছে সহ আরও অনেক সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছি ।
পুরো এপিসোডটি শুনতে উপরের এমবেডেড প্লেয়ার অথবা নিচে দেয়া যেকোনো পডকাস্ট প্লাটফর্মের লিঙ্ক ব্যবাহার করুন।