বাংলা টেক টক কী?
বাংলা টেক টক (Bangla Tech Talk) বাংলায় প্রযুক্তি বিষয়ক পডকাস্ট। প্রতি পর্বে আমরা পৃথিবী জুড়ে বসবাসকারী বাংলা ভাষা ভাষী প্রযুক্তিবিদদের সাথে আড্ডা দেই।
বাংলা টেক টক কেন শুনবেন?
আপনি যদি কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিভিন্ন বিষয়ে অনাড়ম্বর আড্ডা শুনতে পছন্দ করেন, তাহলে আপনি বাংলা টেক টক পছন্দ করবেন।
বাংলা টেক টক কিভাবে শুনবেন?
বাংলা টেক টক সহ যেকোনো পডকাস্ট শোনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কোন একটা পডকাস্ট অ্যাপ ব্যবহার করা । যেমন Pocket Casts, Google Podcast, Apple Podcast, Castbox, Spotify ইত্যাদি । আপনি যেকোনো পরিচিত পডকাস্ট অ্যাপে “Bangla Tech Talk” লিখে সার্চ করুন । এবং নতুন এপিসোড প্রকাশ করার সাথে সাথে জানতে সাবস্ক্রাইব করে রাখুন । আপনার পছন্দের অ্যাপে “Bangla Tech Talk” খুঁজে না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন।
এছাড়া এই ওয়েবসাইটের প্রত্যেক পোস্টের সাথে দেয়া পডকাস্ট প্লেয়ার ব্যবহার করেও আপনি “Bangla Tech Talk” শুনতে পারবেন।
যেভাবে যোগাযোগ করবেন
ইমেইল: banglatechtalkpodcast@gmail.com
ফেসবুক পেজ: Bangla Tech Talk : Podcast
ভয়েস মেসেজ: এখানে রেকর্ড করুন। আপনার পাঠানো ভয়েস মেসেজ আমরা পরের কোন পর্বে যোগ করবো।
কৃতজ্ঞতা
পডকাস্ট হোস্টিং: এই পডকাস্টের সকল পর্ব Anchor নামক পডকাস্ট হোস্টিং সাইটে হোস্ট করা।
জেকিল থিম : এই ওয়েবসাইটের থিমটি Chirpy থিম থেকে পরিবর্তিত।